মোস্টবেট বাংলাদেশের সেরা বুকমেকার। স্পোর্টস বেটিং, অনলাইন ক্যাসিনো সকলের জন্য সীমাবদ্ধতা ছাড়াই উপলব্ধ, এবং একটি ব্যাঙ্ক কার্ডে Mostbet withdrawal সম্ভব!
Türkiye'nin en iyi bahis şirketi Mostbet'tir: https://mostbet.info.tr/

বাংলাদেশ, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার দেশে ১৭ ব্র্যান্ডের লবন, তেল, গুঁড়া মসলাসহ ৪৩ পণ্য নিষিদ্ধ


প্রকাশের সময় :১২ মে, ২০২০ ৩:৪৭ : পূর্বাহ্ণ

মোঃ সাজ্জাদুল ইসলামঃ

দেশে প্রথম ধাপে ১৭টি পণ্য নিষিদ্ধ ঘোষণা করার পর জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান বিএসটিআই এবার আরও ৪৩টি পণ্য নিষিদ্ধ করলো। এর মধ্যে রয়েছে ১০ ব্র্যান্ডের সরিষার তেল, সাত ব্র্যান্ডের গুঁড়া মসলা, সাত ব্র্যান্ডের লবণ। সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এসব পণ্যের উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (১১ মে) বিএসটিআইএর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খোলাবাজার থেকে বিভিন্ন পণ্য কিনে ল্যাবরেটরিতে পরীক্ষা করে ওই ৪৩ পণ্যে নির্ধারিত মান পাওয়া যায়নি। এসবের মধ্যে রয়েছে সুরেশ সরিষার তেল, ড্যানিশের তিন ধরনের গুঁড়া মসলা, পূবালীর লবণ এবং বোম্বে সুইটসের আলুজ চিপসও রয়েছে। এর বাইরে রয়েছে ফিলিং স্টেশনের ১০ ধরনের জ্বালনি তেল।

সরিষার তেলঃ

সুরেশ ব্র্যান্ডের সরিষার তেল— অন্নপূর্ণা অয়েল মিলস, নরসিংদীচাওলি ফ্লাওয়ার ব্র্যান্ডের সরিষার তেল— বেঙ্গল অয়েল মিলস, ময়মনসিংহরুবি ব্র্যান্ডের সরিষার তেল— বিএল অয়েল মিলস, ময়মনসিংহহিলসা ব্র্যান্ডের সরিষার তেল— পদ্মা অয়েল মিলস, ময়মনসিংহরিং ব্র্যান্ডের সরিষার তেল— রূপন অয়েল মিলস, ময়মনসিংহটাইগার ব্র্যান্ডের সরিষার তেল, লোকনাথ অয়েল মিলস, নরসিংদীশক্তি ব্র্যান্ডের সরিষার তেল, শক্তি এডিবল প্রোডাক্টস লিমিটেড, নারায়ণগঞ্জতুরাগ ব্র্যান্ডের সরিষার তেল— তুরাগ অয়েল মিলস, গাজীপুরসরিষার তেল— এগ্রো ফুড প্রসেসর, নারায়ণগঞ্জপ্রমি ব্র্যান্ডের সরিষার তেল— এগ্রো ফুডস লিমিটেড, ঢাকা

ভোজ্য তেলঃ

কল্যাণী ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল— আলী ন্যাচারাল অয়েল মিলস, জামালপুরনামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অলিন— আনিস স্টোর, বদরগঞ্জ, রংপুরনামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অলিন— ঈসমাইল স্টোর, পাটগ্রাম, লালমনিরহাটগরিবুল্লাহ শাহ স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড সয়াবিন অয়েল— গরিবুল্লাহ শাহ স্টোর, পাটগ্রাম, লালমনিরহাট

গুঁড়া মসলাঃ

ড্যানিশ ব্র্যান্ডের ধনিয়ার গুঁড়া— ড্যানিশ ফুডস, নারায়ণগঞ্জড্যানিশ ব্র্যান্ডের কারি পাউডার (বিফ মাসালা)— ড্যানিশ ফুডস, নারায়ণগঞ্জড্যানিশ ব্র্যান্ডের কারি পাউডার (চিকেন মাসালা)— ড্যানিশ ফুডস, নারায়ণগঞ্জআইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার— আইডিয়াল এগ্রো প্রোডাক্টস, নারায়ণগঞ্জফোর স্টার ব্র্যান্ডের কারি পাউডার (বার বি-কিউ মাসালা)— ফোর স্টার ফুড প্রোডাক্টস, ঢাকাএজেডএ আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার (মিট কালা ভুনা মাসালা)— এজেডএ আইডিয়াল এগ্রো ফুড এন্ড বেভারেজ, ঢাকাOTTOGI CURRY HOT ব্র্যান্ডের কারি পাউডার— ফিহাত ইন্টারন্যাশনাল ট্রেডার্স, ঢাকা আরামবাগ

লবণঃ

ডলফিন ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ— সুরভী সল্ট আয়োডেশন, নারায়ণগঞ্জমেয়র ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ— সপ্তডিঙ্গা সল্ট ইন্ডাস্ট্রিজ, নারায়ণগঞ্জপূবালী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ— পূবালী সল্ট ইন্ডাস্ট্রিজ, নারায়ণগঞ্জটমেটো ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ— আলী সল্ট ইন্ডাস্ট্রিজ, নারায়ণগঞ্জতৃপ্তি ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ— নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজ, নারায়ণগঞ্জদিগন্ত ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ— প্রগতি সল্ট ইন্ডাস্ট্রিজ, নারায়ণগঞ্জআলী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ— আলী সল্ট ইন্ডাস্ট্রিজ, নারায়ণগঞ্জ

অন্য খাদ্যপণ্যঃ

বোম্বে আলুজ ব্র্যান্ডের চিপস (আলুজ)— বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড-২, নারায়ণগঞ্জপ্রিয়া স্পেশাল ব্র্যান্ডের প্রিয়া লাচ্ছা সেমাই— প্রিয়া ফুড প্রোডাক্টস, নেত্রকোণাঢাকার ধামরাইয়ের সাউদিয়া ফুড প্রোডাক্টসের সাউদিয়া ব্র্যান্ডের লাচ্ছা সেমাইসান ড্রপ ব্র্যান্ডের ফ্রুট অ্যান্ড ভেজিটেবল জুস (এলোভেরা)— ময়মনসিংহ এগ্রো, গাজীপুররিফাইন্ড সুগার— ফিহাত ইন্টারন্যাশনাল ট্রেডার্স, আরামবাগ, ঢাকা

জ্বালানি তেলঃ

হাই স্পিড ডিজেল— ছন্দা ফিলিং স্টেশন, নওদাপাড়া, রাজশাহীহাই স্পিড ডিজেল— জিএম ফিলিং স্টেশন, নওদাপাড়া, রাজশাহীহাই স্পিড ডিজেল— মতিউর ফিলিং স্টেশন, পবা, রাজশাহীআনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন)— ছন্দা ফিলিং স্টেশন, নওদাপাড়া, রাজশাহীআনলেডেড মোটর গ্যাসোলিন- রেগুলার (পেট্রোল)— ছন্দা ফিলিং স্টেশন, নওদাপাড়া, রাজশাহীআনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন)— জিএম ফিলিং স্টেশন, নওদাপাড়া, রাজশাহীআনলেডেড মোটর গ্যাসোলিন – রেগুলার (পেট্রোল)— জিএম ফিলিং স্টেশন, নওদাপাড়া, রাজশাহীআনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন)— আসাদুল্লাহ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন, পবা, রাজশাহীআনলেডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল)— আসাদুল্লাহ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন, পবা, রাজশাহীআনলেডেড মোটর গ্যাসোলিন- রেগুলার (পেট্রোল)— মতিউর ফিলিং স্টেশন, পবা, রাজশাহী।

ট্যাগ :