মোস্টবেট বাংলাদেশের সেরা বুকমেকার। স্পোর্টস বেটিং, অনলাইন ক্যাসিনো সকলের জন্য সীমাবদ্ধতা ছাড়াই উপলব্ধ, এবং একটি ব্যাঙ্ক কার্ডে Mostbet withdrawal সম্ভব!
Türkiye'nin en iyi bahis şirketi Mostbet'tir: https://mostbet.info.tr/

বাংলাদেশ, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সি আর বি চাই হাসপাতাল নয়


প্রকাশের সময় :১ আগস্ট, ২০২১ ৫:০৮ : পূর্বাহ্ণ

কবি: এস.এম.মাঈন উদ্দীন রুবেল

নগরবাসীর ফুসফুস সি আর বি
ঐ ভূ-খণ্ডের প্রাকৃতিক বৃক্ষ হতে
অক্সিজেন নেয় নগরবাসী।
যার শ্বাস-প্রশ্বাসে বাঁচে নগরবাসী
ঐ ভূ-খণ্ডের বৃক্ষসমূহকে কেন নিধনের চেষ্টা করি?

শতবর্ষী বৃক্ষগুলো সবার মন কেড়ে নেয়
সেই গাছগুলো কর্তনের উদ্যোগ নিলে-
কলিজায় আগাত পায়।

পহেলা বৈশাখ, সাংস্কৃতিক অনুষ্ঠানের-
প্রসিদ্ধ ভূ-খণ্ড সিআরবি’র শিরীষতলা।
ইতিহাস ও ঐতিহ্যে লেখা আছে
সেই ভূমি ও বৃক্ষসমূহের কথা।

সব ষড়যন্ত্র নিপাত যাক
অর্থের কাছে সিআরবি বিক্রি না যাক।
সি আর বি বৃক্ষ অক্ষত থাক
প্রাকৃতিক অক্সিজেনে নগরবাসী বেঁচে থাক।

প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করি
চট্টলাবাসীর ইচ্ছার বিরুদ্ধে-
হাসপাতাল যেন না করেন তিনি।
একদফা! একদাবি!
প্রাকৃতিক বৈচিত্র্যে থাকবে সি আর বি।

সিআরবিতে হাসপাতাল নয়,
নগরীর অন্য কোথাও যেন হয়।
জনবান্ধব সরকার,
সিদ্ধান্ত নিবে, না করার।

ট্যাগ :