বাংলাদেশ, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সাধারণ ছুটি বাড়ছে আরও ১০ দিন


প্রকাশের সময় :২ মে, ২০২০ ১১:১৪ : পূর্বাহ্ণ

মোঃ মোরশেদুল হক আকবরীঃ

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ফের সাধারণ ছুটি বাড়াচ্ছে সরকার। এ নিয়ে ছয় দফায় ছুটি বাড়ছে।

সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৬ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সাধারণ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আরও ১০ দিন ছুটি বাড়তে যাচ্ছে। এ বিষয়ে প্রস্তাবনার সারসংক্ষেপটি প্রস্তুত হয়েছে। সেটি প্রধানমন্ত্রীর কার্যলয়ে পাঠানো হচ্ছে। অনুমোদন পেলেই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গন্যমাধ্যমকে বলেন, তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটির প্রস্তাব পাঠিয়েছেন। তাঁরা অবশ্য ১৫ মে পর্যন্ত প্রস্তাব করেছেন। তবে পরদিন শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আগামীকাল বা পরদিন সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

এর আগে পঞ্চম দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ও সাপ্তাহিক ছুটি বাড়িয়েছে সরকার। গত ২৬ মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি চলছে।

ট্যাগ :