বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক শুকলাল দাশের মায়ের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস কমিউনিটি নেতৃবৃন্দের শোক প্রকাশ


প্রকাশের সময় :২৭ অক্টোবর, ২০২৫ ৪:২৪ : অপরাহ্ণ

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার শুকলাল দাশের মমতাময়ী মা শচী প্রভা দাশের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম প্রেস কমিউনিটির নেতৃবৃন্দরা।

সোমবার (২৭ অক্টোবর) এক শোকবার্তায় চট্টগ্রাম প্রেস কমিউনিটির সভাপতি মানস চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ হাসান মুরাদ ও অর্থ সম্পাদক কে.এম রাজীব শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

চট্টগ্রাম প্রেস কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, সৃষ্টিকর্তার ডাকে সাংবাদিক শুকলাল দাশ আজকে তার মমতাময়ী মাকে হারিয়েছেন। মা হারানোর শোক কতটা গভীর তা কেবল তিনিই বুঝতে পারেন, যিনি মাকে হারিয়েছেন। শুকলাল দাশের মাতৃহারা হওয়ার ঘটনায় চট্টগ্রাম প্রেস কমিউনিটি পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, সাংবাদিক শুকলাল দাশের মা ও রনজিত দাশের সহধর্মিনী শচী প্রভা দাশ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সোমবার ( ২৭ অক্টোবর)  বিকেলে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, পাঁচ ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার রাতে নগরের কোতোয়ালী থানার বলুয়ারদিঘী শ্মশানে ধর্মীয় রীতি অনুসারে শচী প্রভা দাশের শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

ট্যাগ :