বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক, চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, বেগম খালেদা জিয়া অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। সকল ধর্মের লোকদের সাথে নিয়ে কাজ করেছেন। তার জন্য সকলে প্রার্থনা করুন। আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বসবাস করি। আমাদের শত বছরের যে কৃষ্টি, সমাজের যে ভ্রাতৃত্ববোধ তা আজকের অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) উপজেলার কানুনগোপাড়া এবং পূর্ব গোমদণ্ডী স্থানীয় কমিউনিটি সেন্টারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের জনসাধারণের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পৃথক প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সন্ধ্যায় পূর্ব গোমদণ্ডীতে আয়োজিত প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার শীল।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।
পৌরসভা বিএনপি নেতা হাজি আবু আকতারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইসহাক চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুন্নবী চৌধুরী, সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু, পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী, সরোয়ার আলমগীর, ওয়াহিদুল আলম, এমএ কামাল উদ্দিন, ইদ্রিচ বিশু, আবদুল আউয়াল মঞ্জু।
এছাড়া আরও বক্তব্য রাখেন রাজবিহারী বড়ুয়া, বিভু পদ ঘোষ, দুলাল বড়ুয়া, রঞ্জন দাশ, ডা. বাদল শিকদার, ডা. প্রভাস চক্রবর্তী, বিষ্ণু শীল, পল্টু বড়ুয়া, মাস্টার জগনাথ দেবনাথ, আদিনাথ চক্রবর্তী, রানু মজুমদার, প্রশান্ত বড়ুয়া, রণজিৎ শীল, প্রকৌশলী রঘুনাথ চৌধুরী, সপু বড়ুয়া, রাহুল বড়ুয়া, চন্দন দাশ, অমিত বড়ুয়া, পিন্টু সরকার, রঘুনাথ চৌধুরী, তাপসনাথ চৌধুরী, বিষু শীল, প্রলয় চৌধুরী মুক্তি, অজিত বাবু, তাপস চন্দ্র দেবনাথ, অমিত বড়ুয়া, অনিল কান্তি দে, তাপস চক্রবর্তী মিঠু, সিরাজুল ইসলাম, বশির আহমদ, জসিম উদ্দিন, আবু তাহের মাস্টার, ইয়াছিন আলী, ইসমাইল চৌধুরী, সায়েম উদ্দিন টিটু, রবিউল হাসান ইকবাল, মহসিন খোকন, এম এন করিম, নুরুল আবছার আশিক, গোলাম হোসেন নান্নু, মো. লোকমান, ইব্রাহিম চৌধুরী মানিক, আকরাম হোসেন দুলাল, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, কপিল উদ্দিন, ইমরানুল হক জিকু, পৌর বিএনপি নেতা মো. লোকমান, শাহাদাত হোসেন, ওমর ফারুক, ইকবাল, ইউনুস, ইমন, ফরিদ, কামাল উদ্দিন, গিয়াস উদ্দিন, রবিউল ইসলাম শাহেদ, খোরশেদ, মোরশেদ, জিয়াউদ্দিন কাজল, সাইদুল আলম, লিটন, শাকিলা ফারজানা, হায়দার হিরু, হাজী মুছা, জালাল উদ্দিন, জাহেদ, সরোয়ার, নুরুল আবছারসহ অন্যান্যরা।

এর আগে বিকেলে কানুনগোপাড়ায় শ্রী শ্রী চন্ডীতীর্থ মেধসমুনি আশ্রমের মহারাজ শ্রীমৎ দীপানন্দ ব্রক্ষ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সিকদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপি সদস্য এস এম জাবেদ মেহেদী হাসান সুজন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ দত্ত, সুব্রত বিশ্বাস সিকিম চেয়ারম্যান, ঝন্টু চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মো. ইকবাল, সিরাজুল ইসলাম, মনসুর চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি এম জসিম উদ্দিন মেম্বার, জেলা মহিলা দল নেত্রী সাহেদা আক্তার শেফু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ, পুলিশ পরিদর্শক কানু বিশ্বাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বোয়ালখালী উপজেলা আহ্বায়ক সুজন দাশ, সদস্য সচিব রাজেশ ঘোষ মুন্না, রুবেল দাশ, বাবলু দাশ, শুভাশিষ সেন, বিপ্লব বিল্লুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উভয় প্রার্থনা সভায় বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশবাসীর মঙ্গল কামনা করা হয়। এছাড়া গুম হওয়া আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বাচার স্মরণে ১মিনিট নিরবতা পালন এবং আমুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকীর রুহের মাগফেরাত কামনা করা হয়। এসময় জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।