নিউজ ডেস্ক:
চট্টগ্রাম বন্দর ল্যাসিং আন-লেসিং শ্রমিক ইউনিয়ন সিবিএ এর উদ্যোগে এম এইচ চৌধুরী লিঃ (১৩নং কনন্টেইনার বার্থ) ৬ জন ল্যাসিং আনল্যাসিং শ্রমিকের চাকুরী অন্যায় ভাবে দীর্ঘ প্রায় ১ মাস বন্ধের প্রতিবাদে ২৪ জানুয়ারী সকাল ১০ ঘটকায় বন্দর ৪নং জেটি গেইট সংলগ্ন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সংগঠনের সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, অনতিবিলম্বে উক্ত শ্রমিকদের গেইট পাশ নবায়ন করে তাদের চাকুরী খুলে দেওয়ার জন্য জোর দাবী জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি লিয়াকত আলী, সিনিয়র সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি শাহ জামান, সহ সভাপতি সবুজ, যুগ্ম সম্পাদক মোঃ মোক্তার হোসেন (১), যুগ্ম সম্পাদক মোঃ জয়নাল (২), অর্থ সম্পাদক মোঃ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন, দপ্তর সম্পাদক নুরুল আকতার, প্রচার সম্পাদক শাহীদুল্লাহ, ক্রীড়া সম্পাদক মোঃ আজিম, কার্যকরী সদস্য মোঃ জামাল।
চাকরিচ্যুত শ্রমিকরা হলেন, মোঃ আব্দুল মোমিন, নুরুল আকতার, নুরুল আমিন, মোঃ মনজুরুল আলম, আব্দুল আজিজ, মোঃ দুলাল।