বাংলাদেশ, রোববার, ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

বোয়ালখালীতে জমকালো আয়োজনে ডাইনামিক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


প্রকাশের সময় :৩১ জানুয়ারি, ২০২৬ ২:১২ : অপরাহ্ণ

বোয়ালখালী প্রতিনিধি:

ডাইনামিক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলার আনন্দ ও উচ্ছ্বাসে ভরপুর এ আয়োজনে রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আরএমডি গ্রুপের ডিরেক্টর এবং খায়ের ভান্ডার দরবার শরীফ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোস্তফা কামাল মানিক।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আবু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাইনামিক স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হাজী মোহাম্মদ নাদের (নাসের মাস্টার)।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই বলেও তাঁরা মন্তব্য করেন।

এ সময় বক্তারা আরও উল্লেখ করেন, ডাইনামিক স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন ধরে এলাকার ক্রীড়া উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের সঙ্গে অতিথিরা কুশল বিনিময় করেন এবং টুর্নামেন্টের সাফল্য কামনা করেন।

ট্যাগ :