বাংলাদেশ, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আগরতলায় বংলাদেশের হাই কমিশনে হামলায় চট্টগ্রামে বিক্ষোভ


প্রকাশের সময় :২ ডিসেম্বর, ২০২৪ ৭:০২ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে চট্টগ্রামের বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ষোলশহর স্টেশনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ থেকে ভারতের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক উস্কানির’ অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

সংগঠনটির চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির অভিযোগ, “ভারতীয়রা আমাদের কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে। তারা আমাদের মাতৃভূমি নিয়ে ষড়যন্ত্র করছে।”

সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ভারত শান্তি নষ্ট করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, “কোনো ধরনের ষড়যন্ত্র নতুন বাংলাদেশের যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। যদি কেউ বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করে, তাদের কঠিন হাতে দমন করা হবে। সবকিছুর ঊর্ধ্বে আমাদের দেশ। কিন্তু ভারত বিভিন্নভাবে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শান্তি নষ্ট করার চেষ্টা করছে। তাদের জন্য আমরা আলিফ ও আবরারকে হারিয়েছি।বাংলাদেশ কতটুকু শান্তিপূর্ণ, তা আমরা দুই দিন আগে প্রমাণ দিয়েছি।

ষোলশহর স্টেশনে বিক্ষোভ-সমাবেশ শেষে সেখান থেকে একটি মিছিল নিয়ে মুরাদপুরে যান বিক্ষোভকারীরা।

প্রসঙ্গত, আগরতলায় সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে সোমবার দুপুরের দিকে হামলা চালানোর খবর দিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম ও বিবিসি বাংলা। সেখানে পতাকার পোল ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনাও ঘটেছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

ট্যাগ :