বিশেষ প্রতিনিধি:
আসন্ন কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে জমে উঠেছে উৎসবমুখর পরিবেশ। ব্যবসায়ীদের স্বার্থ-সংশ্লিষ্ট নানা প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থীরা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ছিল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। শেষ দিনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীরা।
সমিতির সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন আব্দুল হক, শাহ আমিন চৌধুরী, সুলতান মাহমুদ চৌধুরী, কবির আহমেদ, আব্দুল মাজেদ এবং খোরশেদ আলম বাবুল। সহ-সভাপতি পদে রয়েছেন মঞ্জুর আলম ও আবছার উদ্দিন। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন মোহাম্মদ হোছাইন ও মোহাম্মদ হাশেম। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহিউদ্দিন সুমন, আনোয়ার ইসলাম সোহেল ও আব্দুর রহিম।
সদস্য পদে মনোনয়ন নিয়েছেন শরীফ মাহমুদ শাহজাদা, রহমত উল্লাহ, সাইফুল ইসলাম রুবেল, ইনজামামুল হক জিপার, আরিফুর রহমান, আবু রায়হান, জাফর আলম, শাহাব উদ্দিন, সাইফুল ইসলাম, আব্দুল আজিজ, আব্দুল করিম ও জয়নাল আবেদীন। এদিকে নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীরা ইতোমধ্যে সহকর্মী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও প্রচারণা শুরু করেছেন। অনেকেই ব্যবসায়ীদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।