বাংলাদেশ, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় চালুর একদিন পরই বন্ধ আড়াই শতাধিক স্কুল


প্রকাশের সময় :৩০ মে, ২০২০ ১১:৫৭ : পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্কঃ

চালুর একদিন পরই আড়াই শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে দক্ষিণ কোরিয়ায়। নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রশাসনের এ সিদ্ধান্ত।

খোলার তারিখ পিছিয়ে দিয়েছে রাজধানী সিউলের আরও ১১৭টি স্কুল। বন্ধ হওয়া স্কুলগুলো সবই বুশনে অবস্থিত।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানায়, বুশনে ক্লাস্টারভিত্তিক সংক্রমণ বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত। ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় গত কিছুদিন ধরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া। দীর্ঘ লকডাউনের পর কড়াকড়ি শিথিল হয় অনেক ক্ষেত্রে। বুধবার দেশজুড়ে খুলে দেয়া হয় স্কুলগুলো।

তবে বৃহস্পতিবার দু’মাসের সর্বোচ্চ ৭৯ জন করোনা আক্রান্ত শণাক্তের পরই আবার সতর্ক হয় প্রশাসন। ব্যাপক হারে নমুনা পরীক্ষা ও কন্ট্যাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে বিস্তার রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি।

ট্যাগ :