বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পশ্চিম সারোয়াতলীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল


প্রকাশের সময় :১৪ জানুয়ারি, ২০২৬ ৬:৫৫ : অপরাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ইছালে সওয়াবের উদ্দেশ্যে রুহের মাগফেরাত কামনায় বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম সারোয়াতলী বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বাদে মাগরিব উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম সারোয়াতলী মাঝিরপাড়া মাজার মাঠ প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২নং ওয়ার্ড ত্রয়োদশ নির্বাচনী সেন্টার কমিটির আহ্বায়ক, সাবেক ইউপি সদস্য মো. মুছা আমিরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম।
উদ্বোধক ছিলেন ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটি সারোয়াতলী ইউনিয়নের আহ্বায়ক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম।

২নং ওয়ার্ড নির্বাচনী সেন্টার কমিটির সদস্য সচিব, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এসএম সাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি ও ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটি সারোয়াতলী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক এম জসিম উদ্দিন মেম্বার।

স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রেম, আপোষহীন মনোভাব তাকে দিয়েছে এক অনন্য মাত্রা। তিনি এদেশের আপামর মানুষের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়েছেন। খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী তারেক রহমানের আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বেগম জিয়ার আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এতে বিশেষ অতিথি ছিলেন সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এমএ মঞ্জুর, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এসএম আবুল মনসুর, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার কামাল রিপন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা এনামুল হক সজীব, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. খোরশেদ, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী দিদার, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা হামিদুর রহমান চৌধুরী, কামরুল হাসান লিটন, তসলিম উদ্দিন চৌধুরী, মাহমুদুল হক সোহাগ, ১নং ওয়ার্ড নির্বাচনী সেন্টার কমিটির আহ্বায়ক ও যুবদল নেতা নাভিদ হাসান সোহেল, উপজেলা ছাত্রদল নেতা শাকিল তালুকদার, ওয়াহিদুল আলম, কাউসার উদ্দিন, মোজাম্মেল হোসেন রানা, আদনান অভি, শ্রমিক দল নেতা রাসেল, মো. সুমন, রাফাত হোসেন, মো. সাজ্জাদ, মনসুরুল ইসলাম, মো. রানা, আবু তৈয়ব বাচা, মো. সোহেল, তারেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে তাঁর কবরকে নূরে ভরপুর করা এবং জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সাথে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. মুছা আমিরী।

ট্যাগ :