নিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সিআরএফের সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক অভিজ্ঞ, সংগ্রামী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। এ শোক শুধু একটি দলের নয়—সমগ্র জাতির। দেশের গণতান্ত্রিক উত্তরণে আপসহীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং দেশ গঠনে অসামান্য ভূমিকা রাখায় জাতি তাঁকে চিরদিন মনে রাখবে।
সাংবাদিক নেতারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।