বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে ২৯ জন ভুক্তভোগী উদ্ধার ও পাচারকারী চক্রের ৩ সদস্য আটক


প্রকাশের সময় :২২ অক্টোবর, ২০২৫ ৪:২৮ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক টেকনাফ, কক্সবাজারঃ

কক্সবাজারের টেকনাফে এবার পাহাড়ের পর মেরিন ড্রাইভ সৈকত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারের শিকার ২৯ জন ভুক্তভোগী উদ্ধার ও পাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (২২অক্টোবর) রাত ১টায় মহেশখালীয়া পাড়া ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি’র) অধিনায়ক লে কর্নেল আশিকুর রহমান, বিকাল তিনটায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দুর্গম পাহাড়ে জিম্মি উদ্ধারের পর, মধ্যরাতে মেরিন ড্রাইভ সৈকত এলাকায় পরিচালিত এক ঝটিকা অভিযানে গভীর সাগরে পাচারের মুহূর্তে ২৯ (উনত্রিশ) জন নিরীহ ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং ০৩ (তিন) জন মানব পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, এর আগে রাজারছড়া এলাকায় চালানো অভিযানে পালিয়ে যাওয়া মানবপাচারকারীরা বেশ কিছু ভুক্তভোগীকে সমুদ্রপথে পাচারের চেষ্টা করবে। সন্ধ্যায় মেরিন ড্রাইভ সৈকতের কৌশলগত বেশকিছু পয়েন্টে ২ বিজিবি’র বিশেষ টহল দলের সদস্যরা নিবিড় নজরদারি শুরু করে। এসময়, রাত গভীর হলে সমুদ্র উপকূলে থেকে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। অধিনায়কের নেতৃত্বে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলটিকে ঘিরে ফেললে দেখতে পায় যে, মানব পাচারকারী চক্র গোপনে ২৯ জন ভুক্তভোগীকে একটি নৌযানে গভীর সাগর দিয়ে পাচারের জন্য প্রস্তুত করছে। টেকনাফ ব্যাটালিয়নের দ্রুত ও কার্যকরী হস্তক্ষেপে ভুক্তভোগীদের অনিশ্চিত ও বিপজ্জনক সমুদ্র যাত্রা থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মানব পাচারের দায়ে চক্রটির ০৩ (তিন) জন মূলহোতাকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটকৃত আসামীরা হচ্ছে মহেষখালিয়া পাড়া এলাকার মৃত মোজাহার মিয়ার ছেলে মোঃ সলিম (৩৫), মজিবুর রহমানের ছেলে মোঃ নুরুল আবছার (১৯) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মনসুর আলম (২২)।
এসময় ইঞ্জিন চালিত একটি সাম্পান নৌকা, মোটর সাইকেল ও চাকু উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ২৯ জন ভুক্তভোগীকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আটককৃত ০৩ জন মানব পাচারকারীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু করার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন।

সি এস/ এইচ এম