বাংলাদেশ, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমীন আর নেই


প্রকাশের সময় :২ জুন, ২০২৩ ১১:১২ : পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:

সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফসারুল আমীন মারা গেছেন।

শুক্রবার (২ জুন) বিকেল ৪ টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ প্রায় ৩ বছর ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। তিনি দেশে ও বিদেশে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা গেছেন। মৃত্যুকালে আফসারুল আমীন চিকিৎসক স্ত্রী, দুই সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী দিদার রহমান তুষার। তিনি বলেন, মরদেহ চট্টগ্রামে নিয়ে আসার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামীকাল কখন, কোথায় জানাজা হবে এ বিষয়ে এখনো পারিবারিক সিদ্ধান্ত হয়নি।

ট্যাগ :