বাংলাদেশ, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষ: সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে ক্লাস বর্জন


প্রকাশের সময় :২৯ অক্টোবর, ২০২৫ ৩:০১ : অপরাহ্ণ


​সুনামগঞ্জ প্রতিনিধি:

​সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট: একাধিক প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষ (সুপারিনটেনডেন্ট) মো. সোহরাব হোসেনকে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে পদায়নের প্রতিবাদে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকালে ইনস্টিটিউটের একাডেমিক ভবনে তালা দিয়ে সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করে।

​সকাল থেকে ইনস্টিটিউট ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। তাদের মূল দাবি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষ মো. সোহরাব হোসেনকে অবিলম্বে অপসারণ করতে হবে।

​বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আমিন উদ্দিন, লিটন মিয়া, আপন মিয়া প্রমুখ। শিক্ষার্থীরা জানান, সদ্য পদায়নকৃত অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এবং নানান কেলেঙ্কারির সংবাদ একাধিক জাতীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

​আমিন উদ্দিন, ওয়েট প্রসেসিংয়ের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী, বলেন, “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এমন একজন অধ্যক্ষকে আমরা আমাদের ক্যাম্পাসে চাই না। আমাদের দাবি মানা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।” তিনি আরও উল্লেখ করেন, এই পদায়নকে কেন্দ্র করে এলাকাবাসীও ক্ষুব্ধ।

​এদিকে, শিক্ষার্থীদের আন্দোলন থামাতে ইনস্টিটিউটের আইন শৃঙ্খলা কমিটি একটি বিশেষ নোটিশ জারি করেছে। নোটিশে কমিটির পাঁচজন সদস্যের স্বাক্ষর রয়েছে, যাদের মধ্যে রয়েছেন ইন্সট্রাক্টর (কারিগরি) মো. আমীনুর রশীদ এবং সদস্য সচিব রিংকু চন্দ্র দাস।

​নোটিশে দাবি করা হয়েছে, অধ্যক্ষ মো. সোহরাব হোসেনের পূর্বের কর্মস্থলের অভিযোগগুলো সম্পর্কে বস্ত্র অধিদপ্তর এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় অবগত আছে। মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে তদন্ত করেছে এবং অভিযোগগুলোর কোনো সত্যতা খুঁজে পায়নি। তাদের মতে, অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট বলে প্রমাণিত হয়েছে।

​কর্তৃপক্ষ সাধারণ শিক্ষার্থীদের এসব বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে এবং সতর্ক করেছে যে ভবিষ্যতে কেউ এ ধরনের বিষয় সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​তবে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের এই বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করেছে এবং এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

​শিক্ষার্থী আমিন উদ্দিন বিজ্ঞপ্তির জবাবে বলেন, “আমাদের আন্দোলন থামিয়ে রাখার জন্য আইন বিষয়ক কমিটি গঠন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এটা ভিত্তিহীন।” তিনি নোটিশের স্বাক্ষরের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন, বিশেষ করে টেকনিক্যাল এসিস্ট্যান্ট রুমানা খানম (আইন শৃঙ্খলা কমিটির সদস্য) গত ২৩ অক্টোবর থেকে ছুটিতে থাকা সত্ত্বেও কিভাবে ২৮ অক্টোবরের নোটিশে স্বাক্ষর করেন। তিনি আরও দাবি করেন, কর্তৃপক্ষ অভিযোগ মিথ্যা প্রমাণ করার পক্ষে কোনো তথ্য বা প্রমাণ দেখাতে পারেনি।

​বুধবার দুপুরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন বলেন, শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। তিনি নিশ্চিত করেন, ইনস্টিটিউটের আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগ :