বাংলাদেশ, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণের আয়োজন করেছে ছাত্রশিবির


প্রকাশের সময় :৬ নভেম্বর, ২০২৫ ৪:৫৫ : অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রায় এক হাজার নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুল আজিজ এবং সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি ইউসুফ আল গালিব।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এইচ এম মূসা এবং নবনির্বাচিত রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ।

বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদেরকে শুধু ভালো ফলাফল নয়, আদর্শ চরিত্র গঠনের প্রতিও যত্নবান হতে হবে। তারা দেশের উন্নয়ন ও সমাজে ন্যায়ের প্রতিষ্ঠায় তরুণদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।