সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার নকুলহাটি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দরিদ্র কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক মো. আজম মোল্যা ও তাঁর পরিবার।
স্থানীয় সূত্র জানায়, সকালে হঠাৎ ঘরের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কৃষকের টিনের বসতঘরসহ ভেতরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক আজম মোল্যা বলেন, “সারাজীবন কষ্ট করে টিনের একটা ঘর তুলেছিলাম। ঘরে ছিল ধান, পাট, পেঁয়াজ আর সামান্য কিছু মালামাল। আগুনে সব শেষ হয়ে গেছে। এখন আমার কিছুই রইল না।”
সালথা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল জলিল জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।”
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।