বাংলাদেশ, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার দেশে আনা হচ্ছে ক্যাপ্টেন নওশাদের মরদেহ


প্রকাশের সময় :২ সেপ্টেম্বর, ২০২১ ১:৫৩ : পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দেশে আনা হচ্ছে ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ।

সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ তাঁর মরদেহ দেশে আনা হবে বলে নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী।

বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ভার্সন-২) এর আওতায় অনলাইন রিজার্ভেশন সিস্টেম ও হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এতথ্য জানান।

গত ২৭ আগস্ট ওমানের রাজধানী মাস্কাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে ভারতের রায়পুরের আকাশে থাকাকালে হার্ট অ্যাটাক করে নিথর হয়ে পড়েন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। তখনই ককপিটের কন্ট্রোল নেন সঙ্গে থাকা ফার্স্ট অফিসার মোস্তাকিম। মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করে ক্যাপ্টেন নওশাদকে ও যাত্রীদের নিয়ে দ্রুত নাগপুরের ড. বাবা সাহেব আম্বেদকার আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন উড়োজাহাজটি। নাগপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ৩০ আগস্ট মারা যান নওশাদ।

ট্যাগ :