বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সব মামলায় জামিনের মেয়াদ বাড়লো ৫ সেপ্টেম্বর পর্যন্ত


প্রকাশের সময় :২ সেপ্টেম্বর, ২০২১ ৫:২৫ : পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

আরেক দফা সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশ ও অপরাধের মামলায় আসামিদের জামিনের মেয়াদ আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশ অনুযায়ী জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।

শনিবার রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া করা হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে কিংবা যেসব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে, সেসব মামলার জামিন ও সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশগুলোর কার্যকারিতা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত হবে বলে গণ্য হবে।

এর আগে গত ৪ এপ্রিল, ১৮ এপ্রিল, ২ মে, ৩০ মে, ২৭ জুন ও ২৭ জুলাই পৃথক বিজ্ঞপ্তিতে সকল জামিন এবং সকল প্রকার অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতার মেয়াদ বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

ট্যাগ :