বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ মহান বিজয় দিবস


প্রকাশের সময় :১৫ ডিসেম্বর, ২০২৫ ৬:১৫ : অপরাহ্ণ

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালির শৌর্য, বীরত্ব ও আত্মত্যাগের গৌরবময় এই দিনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি জাতি। লাখো শহিদের রক্ত ও অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় দিবস আজ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে গ্রাম-গঞ্জ পর্যন্ত বিজয়ের আনন্দে মুখর হয়ে উঠেছে দেশ।

সুর্যোদয়ের পরপরই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন।

এরপর পর্যায়ক্রমে বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন।

ট্যাগ :