বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম-৮ বোয়ালখালী-চান্দগাঁও সংসদীয় নির্বাচনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহ’র সমর্থনে বোয়ালখালীর সারোয়াতলী ১নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড সারোয়াতলী বুদরুচ মাস্টারের বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যােগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা এসএম আলতাফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সারোয়াতলী ইউনিয়ন ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হাশেম।
প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইউনুস চৌধুরী।
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমএ মঞ্জুর, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি এবং সারোয়াতলী ইউনিয়ন ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এম জসিম উদ্দিন মেম্বার, দক্ষিণ জেলা মহিলা দল নেত্রী শাহিদা আক্তার শেফু, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এসএম সাহেদ, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহ্বায়ক মো. মনসুর, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এসএম আবুল মনসুর, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার কামাল রিপন, ২নং ওয়ার্ড সেন্টার কমিটির আহ্বায়ক মুছা আমিরী মেম্বার, ১নং ওয়ার্ড সেন্টার কমিটির আহ্বায়ক ও উপজেলা যুবদলের সদস্য নাভিদ হাসান সোহেল, বিএনপি নেতা গিয়াস উদ্দিন দিদার, ওয়াহেদুল আলম, মিনহাজ, আবু সালেক, মারুফ খান, হামিদ, তাহসিন, তানভীর, মুরাদ, রুবেল, রিদোয়ান, হাসানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামীতে দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে দেশ সেবার সুযোগ দিবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন বক্তারা।
বৈঠকে উপস্থিত বিপুল সংখ্যক গ্রামবাসী ধানের শীষ মার্কার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে বিভিন্ন বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।