বাংলাদেশ, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মালামালসহ গ্রেপ্তার হয়েছে চার চোর


প্রকাশের সময় :২৮ অক্টোবর, ২০২৫ ৮:০৬ : অপরাহ্ণ


মিরসরাই প্রতিনিধিঃ

মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জিনওয়ান ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চুরি হওয়া মালামালসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম। একইদিন বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার পারবর্তীপুর থানার বাবু পাড়া এলাকার পরিতোষ রায়ের ছেলে পংকজ রায় (২৭), খলিলপুর দাসপাড়া এলাকার ডালিম চন্দ্র দাসের ছেলে সীমান্ত দাস (২২), বোচাগঞ্জ থানার জয়ন্তাপাড়া এলাকার মো. সোলেমান আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (১৯) ও নড়াইল জেলার নড়াইল থানার মাগুরা এলাকার আব্দুল হালিমের ছেলে রিয়াজল ইসলাম (২৮)। এসময় তাদের কাছ থেকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জিনওয়ান ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চোরাই হওয়া ৪টি গোল্ডবাট্টি (সীষা) জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, সোমবার রাতে জোরারগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি ক্যামিকেল ইন্ডাস্ট্রিজের চুরি হওয়া মালামালসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।