বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে রহমাতুল্লিল আ’লামীন হযরত মুহাম্মদ (দ.) এর শুভ আগমন ও ওরশে গাউসুল আজম দস্তগীর (রা.) উপলক্ষে ২১তম মাহফিল সম্পন্ন হয়েছে।
এছাড়া ৫ দিনব্যাপী ছিলো পবিত্র খতমে সহিহ বুখারী শরীফ, ফ্রি চিকিৎসা সেবা ও আজিমুশ্শান ঈদে মিলাদুন্নবী (সা.)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার উত্তর সারোয়াতলী ৯নং ওয়ার্ড (উত্তর কঞ্জুরী) খানকায়ে গাউসুল আজম দস্তগীর মাঠে সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সমাপনী মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে আলোচক ছিলেন আল্লামা মোশারফ হোসেন হেলালী, আল্লামা ইদ্রিছ আনসারী ও ড. মাওলানা সাইফুল ইসলাম আযহারী।
বক্তারা বলেন, ইসলাম মানবতার ধর্ম। যুগে যুগে আউলিয়া, গাউছ, কুতুব ও আবদালসহ বুজুর্গানে দ্বীনের আগমনে এ দেশে ইসলামের শান্তির বাণী ছড়িয়ে পড়েছে এবং সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, দপ্তর সম্পাদক অহিদুল আলম ওয়াহিদসহ মাহফিলে গণ্যমান্য মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এহছান উল্লাহ আলকাদেরী।