বাংলাদেশ, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাঁশখালীতে জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত, অভিযুক্তরা গ্রেপ্তার


প্রকাশের সময় :৪ নভেম্বর, ২০২৫ ৯:০০ : অপরাহ্ণ

বাঁশখালী প্রতিনিধিঃ—

চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় জাকির হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়েও আহত হয়েছেন। পুলিশ অভিযুক্ত তিন প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত জাকির হোসেন ওই এলাকার ৬নং ওয়ার্ডের মোজাফফর আহমদের ছেলে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন একই এলাকার মৃত মোক্তার আহমদের ছেলে নুরুল আবছার (৬৫), তার ভাই নুরুল আক্তার (৬২) এবং নুরুল আক্তারের ছেলে মো. ফয়েজ উদ্দীন (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে জাকির হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

নিহতের ছেলে ইব্রাহীম বলেন, “আমার বাবা দোকান থেকে বাড়ি ফেরার সময় ওরা (অভিযুক্তরা) হামলা চালায়। আমার মা ও বোন এগিয়ে গেলে তাদেরও মারধর করে আহত করে। যারা সরাসরি জড়িত এবং যারা পেছন থেকে ইন্ধন দিয়েছে, সবার বিচার চাই।”

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে জাকির হোসেন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ট্যাগ :