বাংলাদেশ, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে টিলা কাটতে গিয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু


প্রকাশের সময় :২৬ অক্টোবর, ২০২৫ ৬:৫০ : অপরাহ্ণ

ফটিকছড়ি প্রতিনিধিঃ

ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে টিলা কাটতে গিয়ে মোহাম্মদ আরিফ (২১) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের হিলবালু খালী ছানাগোনা এলাকায় টিলা কাটার সময় মাটি চাপা পড়ে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিচিন্তা এলাকার নুরুল ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দাঁতমারা ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ড ছানাগোনা মসজিদের পশ্চিম পার্শ্বে সরকারি খাস খতিয়ানের টিলা থেকে গত কয়েকদিন ধরে অবৈধভাবে মাটি কেটে পাচার করে আসছিল স্থানীয় একটি চক্র। রবিবার সন্ধ্যায় মাটি কাটতে গিয়ে হঠাৎ টিলার একটি বড় অংশ আরিফের শরীরের উপর পড়ে। সহকর্মী শ্রমিকরা মাটির নীচ থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হলেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার পর পাশ্ববর্তী পোল্ট্রি ফার্মের লোকজন আরিফের মরদেহ তার বাড়িতে নিয়ে দাফনের প্রস্তুতি নিচ্ছিল। তখন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্তারিত অবহিত হন।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বরকত উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছে।

এম ডি/ সি এস

ট্যাগ :