বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ইছালে সওয়াবের উদ্দেশ্যে রুহের মাগফেরাত কামনায় বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বাদ মাগরিব উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেঙ্গুরা চৌধুরী বাড়িতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি জসিম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এবং সারোয়াতলী ইউনিয়ন ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইউনুস চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সারোয়াতলী ইউনিয়ন ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র সদস্য শহীদুল্লাহ্ চৌধুরী মানিক।
বেঙ্গুরা সিনিয়ার আলিম মাদ্রাসা সেন্টার কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান তারেকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বেঙ্গুরা ৩নং ওয়ার্ড সেন্টার কমিটির সদস্য সচিব জাহেদুল আলম চৌধুরী রাশেদ, সেন্টার কমিটির আহ্বায়ক আলমগীর বাবুল, বোয়ালখালী উপজেলা যুবদলের সিনিয়র সদস্য এবং সেন্টার কমিটির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরী লিটন, সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নেছারুল হক চৌধুরী।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। তাঁর আদর্শ অনুসরণ করে দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে হবে।
আরও বক্তব্য রাখেন প্রবীণ বিএনপি নেতা জামাল উদ্দিন, মঞ্জুর আলম চৌধুরী, মনসুর মেম্বার, শামসুল আলম, যুবদল নেতা ইফতেখার রিপন, ছাত্রদল নেতা তাহসিনুল ইসলাম, রিয়াদ আহমেদ, ইব্রাহিম চৌধুরী ফয়সাল।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী ইদ্রিস, আইয়ুব রশীদ, মফিজ, বাবুল, আলম, হাসান চৌধুরী, বাচা, জাহাঙ্গীর চৌধুরী, যুবদল নেতা হাশেম, আতিকুল্লাহ, সাইফুল ইসলাম, সাইফু, রায়হান চৌধুরী, জয়নাল, গফুর মো. মানিক, তারেক, মুন্না, নুরুল ইসলাম, নজরুল, রানাসহ অন্যান্যরা।
বেগম খালেদা জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং দলের চেয়ারম্যান তারেক জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দৌলত হোসেন।