প্রতিনিধি, মহেশখালী, কক্সবাজারঃ
মহেশখালী কালারমারছড়ার শীর্ষ ডাকাত মোহাম্মদ তারেককে (২২) গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনার উত্তর-পশ্চিমে ষাইট্টা ঘোনা নামক চিংড়ি ঘের থেকে তারেককে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি এক নলা বন্দুক, আর দু’টি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। এছাড়াও তার দুই সহযোগি মোহাম্মদ ফারুক (১৯) ও সালাহউদ্দিন (২৬) কে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মহেশখালী থানায় সংবাদ সম্মেলনে ওসি জানান, কালারমারছড়ার আলোচিত দুই সন্ত্রাসী আনছার ও তারেককে গ্রেপ্তার করতে দীর্ঘদিন নানা কৌশলে অভিযান চালিয়েছে মহেশখালী থানা পুলিশ। সম্প্রতি ফেজবুকে অস্ত্র প্রদর্শনকারী শীর্ষ সন্ত্রাসী তারেককে হন্য হয়ে খুঁজছে পুলিশ। শেষমেশ সোমবার তাকে আইনের আওতায় আনা হয় বলে জানান।
গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী তারেকের বিরুদ্ধে চারটি অস্ত্র মামলা ও একটি হত্যাসহ মোট ১০টি মামলা রয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তারেকের অপর দুই ভাইসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এম এস ইউ/ এস সি