![]()
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম-৮ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আবু নাছেরের সমর্থনে গণ মিছিল করেছেন দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকরা।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে পৌর সদরের এ গণ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ডা.আবু নাছের এ এলাকারই সন্তান। তিনি একজন জনপ্রিয় ব্যক্তি। আসন্ন নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত দাঁড়িপাল্লার কর্মী-সমর্থকরা মাঠে থাকবে। এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন বক্তারা।
এতে বক্তব্য রাখেন মো. নাজিম উদ্দিন রেজা, মোস্তাক আহমদ, আজিজুল হক, নাসির উদ্দিন, মো. শামসুদ্দীন, তাসলিমা জিন্নাত, শামীম আকতার চৌধুরী, ফাহমিদা আরেফিন ইলা ও তাসলিমা সুলতানাসহ অন্যান্যরা।
প্রসঙ্গত, চট্টগ্রাম ৮ আসনে জামায়াত ডা.আবু নাছেরকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। পরবর্তী ১০ দলীয় জোটের পক্ষে এনসিপি প্রার্থীকে মনোনীত করা হলে এক সংবাদ সম্মেলনে ডা. আবু নাছের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে এ ঘোষণায় তৃণমূলের কর্মী সমর্থকদের মাঝে হতাশা নেমে আসে।