বাংলাদেশ, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়ায় ২ কোটি টাকার ইয়াবা লুট


প্রকাশের সময় :২৪ অক্টোবর, ২০২৫ ৮:১৮ : পূর্বাহ্ণ

চকরিয়া( কক্সবাজার) প্রতিনিধিঃ


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় গত ৮ অক্টোবর দুপুর ২টার দিকে ঘটে এক চাঞ্চল্যকর ইয়াবা লুটের ঘটনা। অভিযোগ উঠেছে, স্থানীয় দুই ব্যক্তি আব্দুর রহমান ও মো. মামুন এক ইয়াবা পাচারকারীর গাড়ি থামিয়ে প্রায় দুই কোটি টাকার ইয়াবা ট্যাবলেট লুট করে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলে এক ইয়াবা পাচারকারী ইয়াবার চালান নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় লোহাগাড়া উপজেলার চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পুলিশের তল্লাশির খবর পেয়ে ইয়াবা পাচারের কথিত সোর্স আব্দুর রহমানকে ফোন দেয়। আব্দুর রহমান কৌশলে তাদের উত্তর হারবাং কলাতলী এলাকায় আসতে বলেন। পরে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাসহ সাত থেকে আটজনের একটি সংঘবদ্ধ চক্র পাচারকারীদের জিম্মি করে ইয়াবাগুলো লুট করে নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে আরও জানা যায়, লুটকৃত ইয়াবা প্রতিদিন লোহাগাড়া থানা পুলিশের সোর্স আলমগীর ও তার মায়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে। গত ২০ অক্টোবর ইয়াবার টাকা নিয়ে আলমগীরের বাড়িতে টাকার ভাগাভাগি নিয়ে পাচারকারী মামুনকে আটক করে মারধরের ঘটনাও ঘটেছে বলে জানা যায়।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, “ওই দিন বিকেলে আমি দুটি গাড়ি দেখতে পাই। ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুই যুবক। পরে শুনি, ওই ইয়াবার ভাগ নিয়েছেন উত্তর হারবাং বিএনপি নেতা ইলিয়াছ ভুট্টু, মো. ফেরদৌস, নুরুল আমিনসহ তার ঘনিষ্ঠ কয়েকজন।

স্থানীয়দের অভিযোগ, হারবাং ইউনিয়নের উত্তর হারবাং এলাকায় কয়েকজন ব্যক্তি রাজনৈতিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাস নিয়ন্ত্রণ করে আসছেন। তবে এই অভিযোগের বিষয়ে বিএনপির স্থানীয় নেতারা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি।

একজন বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এই ঘটনায় দলের নাম টেনে রাজনৈতিকভাবে আমাদের হেয় করার চেষ্টা চলছে। কেউ যদি ব্যক্তিগতভাবে জড়িত থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।

অভিযুক্ত উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ ভুট্টু বলেন, “আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি মহল ষড়যন্ত্র করছে। ইউনিয়ন বিএনপির আসন্ন সম্মেলনকে সামনে রেখে তারা এই অপপ্রচার চালাচ্ছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এঘটনার ব্যাপারে হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাজ করছেন।

উল্লেখ্য,তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মূল অভিযুক্ত আব্দুর রহমানের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। পুলিশের ধারণা, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক পাচার ও লেনদেনের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত।