![]()
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম -১৫ আসন ১১দলীয় জোট ও জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, মুসলমান হিন্দু বৌদ্ধসহ সকল সাম্প্রদায়ের বসবাসে এই বাংলাদেশ। এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কখনো বিনষ্ট হতে দেওয়া যাবেনা। মঙ্গলবার ( ২৭ জানুয়ারি) লোহাগাড়া উপজেলা কলাউজান ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে উঠান বৈঠকে তিনি এসবকথা বলেন। এসময় তিনি উপস্থিত হিন্দু সম্প্রদায়দের উদ্দেশ্যে আরও বলেন, আকাশের সূর্য সকলের জন্য ভোরের আলোয় আলোকিত করে এবং চন্দ্র রাতের আঁধার দূর করে সবাইকে আলো দেয়, তন্মধ্যে কোন ভেদাভেদ নেই। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই। তিনি এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি আলোচনা করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার বিষয়ে শোনেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, লোহাগাড়া কলাউজান হিন্দু সম্প্রদায়ের কলাউজান হিন্দুরহাট রাধাকৃষ্ণ কালী মন্দিরের বাবু পরিমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক ধুর্জুটি প্রশাদ দাশ, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বাবু পলাশ কান্তি দাশ, সাবেক মেম্বার খোকন কান্তি দাশ, সাবেক সভাপতি, বাবি টিটু মহাজন, প্রশান্ত মহাজন ও মাষ্টার প্রদীপ দাশ। এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় মান্যগণ্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং সাধারণ ভোটাররা। তাঁরা নিজেদের এলাকার বিভিন্ন সমস্যার নির্মোচন এবং উন্নয়নের বিষয় তুলে ধরেন।