সাতক্ষীরা প্রতিনিধি;
সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। তবে পুলিশের দাবি, নিহতরা ছিনতাইকারী।
 আজ শনিবার ভোররাতে শহরের বাইপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শহরের মুনজিতপুর এলাকার মইনুল
 ইসলামের ছেলে দ্বীপ (২২) ও সাতক্ষীরার
 কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের সাইহাটি
 গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (২৮)। তিনি শহরের
 মুনজিতপুর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
 ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানা
 পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর
 রহমান জানান, সম্প্রতি সাতক্ষীরার কালীগঞ্জে
 বিকাশের ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায়
 দ্বীপ ও সাইফুলকে গ্রেপ্তার করে কালিগঞ্জ থানা
 পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা
 ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
 তিনি বলেন, পরবর্তী সময়ে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। অভিযানকালে
 ভোররাতে বাইপাস সড়ক এলাকায় তাদের অন্যান্য
 সহযোগীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে
 পড়ে। এ সময় পুলিশ ও তাদের মধ্যে বন্দুকযুদ্ধের
 ঘটনা ঘটে। এতে ছিনতাকারী দ্বীপ ও সাইফুল নিহত হন।
ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি তাজা গুলি,
 তিনটি গুলির খোসা ও ছিনতাই কাজে ব্যবহৃত
 মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও জানান
 মোস্তাফিজুর রহমান।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ
 সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘নিহত দ্বীপ ও
 সাইফুল ছাত্রলীগের কর্মী। গত বৃহস্পতিবার রাতে
 তাদের আটক করেছিল পুলিশ। কেন এমন ঘটনা
 ঘটলো বুঝতে পারছি না।’