আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্ববাজারে গত ১২ বছরে সর্বোচ্চ দরপতনের পর আবার বেড়েছে সোনার দাম। তবে এটি খুব বেশি নয়। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, টানা দুইবার দাম কমার পর আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সোনার দাম বেড়েছে ১ শতাংশের বেশি।
ভূরাজনৈতিক ঝুঁকির বৃদ্ধির কারণে আবারও সোনার দাম কিছুটা বেড়েছে। এছাড়া শুক্রবার যুক্তরাষ্ট্র মূল্যস্ফীতির ডাটা প্রকাশ করবে। এ কারণে বিনিয়োগকারীরা কিছুটা উদ্বিগ্ন থাকায় সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
আজ স্পট সোনার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ৪ হাজার ১৩০ দশমিক ৮০ ডলার। এরআগে গত দুই সপ্তাহের মধ্যে স্পট গোল্ডের দাম ব্যাপহারে কমেছিল।
অপরদিকে ডিসেম্বরের ইউএস গোল্ড ফিউচারের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ৪ হাজার ১৬০ দশমিক ৫০ ডলার।
গত বছরের তুলনায় এ বছর সোনার দাম বেড়েছে ৫৭ শতাংশ। ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানোসহ বিভিন্ন কারণে এমন অস্বাভাবিক দাম বাড়ার ঘটনা ঘটেছে।
একলাফে সোনার দাম কমলো ৮৩৮৬ টাকা
এদিকে বিশ্ববাজারে পতনের কারণে গতকাল বাংলাদেশেও সোনার দাম কমেছিল। গতকাল বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৮৬ টাকা পর্যন্ত কমেছে সোনার দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। নতুন এ দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিউর গোল্ড) দাম কমায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে এক লাখ ৪২ হাজার ২০৯ টাকায়।
সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম থাকছে ৫ হাজার ৪৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৩৫৯ টাকায়।
সূত্র: রয়টার্স