বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল চট্টগ্রাম কাস্টমস হাউজে যেসব পণ্য নিলামে উঠছে


প্রকাশের সময় :২৮ জুলাই, ২০২১ ৬:৪৫ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম কাস্টমস হাউজে আগামীকাল বৃহস্পতিবার নিলামে উঠছে প্রায় ৬৮ লট পণ্য।পণ্যগুলোর নিলাম চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা এবং ঢাকা ভ্যাট কমিশনারেট কার্যালয়ে একযোগে এ নিলাম অনুষ্ঠিত হবে।

নিলামে ১৮ লাখ ৬৪ হাজার ৮২৯ টাকা মূল্যের প্রভোক্স মডেলের একটি জাপানি গাড়ি রয়েছে। এছাড়া ২৬১ রোল ফেব্রিক্স পণ্য, ১ হাজার ১২২ কনটেইনার প্লাস্টিক হ্যাঙ্গার, ১৯৮ বক্স এক্সেসরিস (কাঁচামাল), ৪ কনটেইনার সিকিউরিটি ট্যাগ, ১৯ কেজি ফিনিশিং এজেন্ট, ২৭০ কেজি হাইড্রোক্লোরিক এসিড, ১০ পিস ব্যাটারি লিড, ৭ কেস ওয়াশিং কেমিক্যাল, ১৬২ কেজি প্লাস্টিক বোতল, ৬০ কেজি গার্মেন্টস সিকিউরিটি ট্যাগ, ৩ ড্রাম ডায়েসিড (এসিড পণ্য), ৫২৫ কেজি মাল্টিভিটামিন পাউডার, ৯১ কেজি পলেস্তার, ১৫২ কেজি সালফিউরিক এসিড, ৩৪৮ কেজি বিএমডব্লিউ ম্যাগাজিন, ২ হাজার ১০ কেজি টেক্সটাইল কেমিক্যাল, ৭২৪ জোড়া লেদার ফুট ওয়্যার, ৭ হাজার ৮শ’ লিটার অলিভ ওয়েল, ২৬ হাজার ৬শ’ কেজি ব্যাটারি এক্সেসরিস, ১০ হাজার ৯০ পিস টাইলস, ২ হাজার ১০৫ প্যাকেট বেবি ডায়াপার, ৩৭৬ প্যাকেট ফুড স্টাফ, ৫০২ বেল ওয়েস্ট পেপার, ১৫ হাজার কেজি ড্রাগন ফল, ৯১ পিস লোহার পাইপ, ১০০ কনটেইনার সুইচ সকেট, ২৫০ কনটেইনার হান্টিং জ্যাকেট রয়েছে’।

ট্যাগ :