বাংলাদেশ, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর


প্রকাশের সময় :৮ আগস্ট, ২০২১ ৬:৫১ : পূর্বাহ্ণ

আরিফুল ইসলামঃ

বিশ্বের সেরা শ্রেষ্ঠ কবি
রবীন্দ্রনাথ ঠাকুর,
সাহিত্য জগতের প্রতিটি শাখায়
তাঁর বিচরণ ভরপুর।

গান-কবিতা -ছড়া লিখেছেন
লিখেছেন উপন্যাস,
প্রবন্ধ -নাটক-দর্শনে যে
রয়েছে তাঁর চাষ।

সুর তুলেছেন গানে গানে
করেছেন অভিনয়,
আজো যে তা বিশ্বের মাঝে
রয়েছে অক্ষয়।

বিশ্বের মাঝে কবিগুরুর
আছে অনেক সুনাম,
সাহিত্যের জগতে অমর
উজ্জ্বল এক নাম।

ট্যাগ :