বাংলাদেশ, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম গোল পাহাড় মহাশ্মশান কালী বাড়ী মন্দিরে মহা অব্যবস্থাপনা


প্রকাশের সময় :২৪ অক্টোবর, ২০২৫ ১০:৫৫ : পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদন

গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্দ্যোগে প্রতি বছেরর ন্যায় এবছর ২৪ শে অক্টোবর রোজ শুক্রবার ২০২৫খ্রি গিরি-গোবর্দ্ধন পুজা ও অন্নকূট উৎসবের আয়োজন করা হয়। একই সাথে শ্রী কৃষ্ণ নাম লীলা কীর্তন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। শত শত ভক্তদের আগমনে মন্দির প্রাঙ্গণে উপচে পরা ভীড়। ভক্তবৃন্দের কানায় কানায় পরিপূর্ণ ও কৃষ্ণ নামে মুখরিত হয়ে ওঠে মন্দিরের পরিবেশ।

কিন্তু পরিচালনা পরিষদের অব্যস্থাপনায় অনুষ্ঠানে ভক্তবৃন্দদের উপচে পরা ভীড় সামলানোতো দূরে থাক ভক্তদের মানিপার্টস, গলার চেইন সহ পরিহিত স্বর্নালংকার ও মোবাইল ফোন চুরির অভিযোগ দেখা দিয়েছে। কৃষ্ণ নামামৃত কীর্তন চলা কালীন কীর্তন করা প্রভু স্টেজ থেকে ২/৩ বার ওয়ার্নিং করে মাইকে এনাউন্সমেন্ট করেন নামকীর্তন বন্ধ রেখেই।
এছাড়া দুইটি গেইট থাকা স্বত্তেও এক গেইট দিয়ে প্রবেশ ও অন্য গেইট দিয়ে বাহির প্রক্রিয়া চালু না করেই দুই গেট দিয়েই প্রবেশ ও বাহির ব্যবস্থা বজায় রাখায় সাপ্তাহিক ছুটির দিনে উপচে পরা ভীড় হয় ভক্তদের। এমন পরিস্থিতিতে ভক্ত ছাড়াও অনেক বহিরাগতদের প্রবেশ করতে দেখা যায় বলে জানিয়েছেন জৈনেক ভক্ত। বহিরাগতদের মধ্যে বেশিরভাগই ছিলো ছিনতাইকারী ও ছিচকে চোর।

এমন অব্যবস্থাপনা দেখে ভক্তবৃন্দদের মাঝে ক্ষোভ ও অনুৎসাহ তৈরি হয়। অনেক ভক্তবৃন্দরা পবিত্র অন্নকুট এর প্রসাদ গ্রহন না করেই ফিরে যায়।

সিএস / এইচ এম