বাংলাদেশ, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি সতর্কতা


প্রকাশের সময় :২০ অক্টোবর, ২০২৫ ৬:৩১ : অপরাহ্ণ

ডেস্ক নিউজ

সারা দেশে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নিদুর্ঘটনা এড়াতে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে সরকারি ও বেসরকারি সব স্কুল, কলেজসহ মাঠপর্যায়ের শিক্ষা অফিসে অগ্নিকাণ্ড এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হওয়ার আগে নিজ নিজ কক্ষের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান, কম্পিউটার ও এসির সংযোগ বন্ধ রাখতে হবে। বিশেষ করে এসির প্লাগ খুলে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

মাউশি জানিয়েছে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অফিস ত্যাগের আগে এসব বিষয় ভালোভাবে যাচাই করে সতর্কতামূলক ভূমিকা পালন করবেন। এই নির্দেশনা ইতিমধ্যে সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ অধিদপ্তরের সব আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকার একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়। এছাড়া চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি তোয়ালে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর প্রায় সাড়ে ১৭ ঘণ্টা সময় লেগেছে। সর্বশেষ গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড, যা দেশের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

মাউশি জানিয়েছে, এসব দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এখন সময়ের দাবি।

সূত্র ওয়েব বাংলা / মাউশি

ট্যাগ :

মাউশি