বাংলাদেশ, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সম্মান দেখিয়ে প্রধান অতিথির চেয়ারে বসেননি শিক্ষা উপমন্ত্রী নওফেল


প্রকাশের সময় :২৭ ফেব্রুয়ারি, ২০২০ ৯:২৭ : পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ইউনির্ভাসিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে সম্মান দেখিয়ে প্রধান অতিথির চেয়ারে বসেননি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল। পুরো অনুষ্ঠানজুড়েই প্রধান অতিথির পাশের চেয়ারে বসে ছিলেন তিনি।

বুধবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

মঞ্চে উঠার পরপরই মোকতাদির চৌধুরী প্রধান অতিথির জন্য নির্ধারিত চেয়ারে (অন্য চেয়ারের চেয়ে একটু উঁচু) বসতে মহিবুল হাসানকে অনুরোধ করেন। তাৎক্ষণিকভাবে মহিবুল হাসান ওই চেয়ারে বসার জন্য মোকতাদির চৌধুরীকে অনুরোধ করে বলেন, ‘আপনি আমার মুরুব্বী। আপনিই এখানে বসবেন।’

ভার্সিটির প্রস্তাবিত উপাচার্য ডা. মো. আনোয়ার হোসেনও এ সময় ব্যারিস্টার নওফেলকে অনুরোধ করলেও তিনি ওই চেয়ারে না বসে পাশের চেয়ারে বসেন।

ট্যাগ :