বাংলাদেশ, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল


প্রকাশের সময় :১২ এপ্রিল, ২০২৩ ৯:২২ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম ও পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১২ এপ্রিল) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েলকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।

আর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মো. শাহজাহানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে রিয়ার এডমিরাল গোলাম সাদেককে পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরি ন্যস্ত করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ে।

প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপ-সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ।

ট্যাগ :