বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের ফটিকছড়িতে আম পাড়তে গিয়ে যুবকের মৃত্যু


প্রকাশের সময় :১০ মে, ২০২৩ ২:৩৯ : অপরাহ্ণ

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে আম পাড়তে গিয়ে পায়ুপথে বাঁশ ডুকে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন এক যুবক। ওই যুবকের নাম মুহাম্মদ মেজবাহ চৌধুরী (২২)।

বুধবার (১০ মে) উপজেলার ভুজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আজিমপুর এলাকার চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মুসলিম উদ্দিন শিকদার জানান, অতিরিক্ত রক্ত ক্ষরণে মেজবাহ উদ্দিন চৌধুরীর মৃত্যু হয়েছে।

নিহত মেজবাহ ওই এলাকার আব্দুল্লাহর ছেলে। তিনি কাজিরহাট বাজারের একটি কাপড়ের দোকানে চাকরি করতো বলে জানা গেছে।

এলাকার স্থানীয় সূত্রে জানা যায়, মেজবাহ উদ্দিন চৌধুরী দুপুরে কর্মস্থল থেকে বাড়ীতে ফিরে পুকুরে গোসল করতে যায়। ফেরার পথে পুকুরের পাশের আম গাছ থেকে কয়েকটি আম পাড়ে।

এরপর একটি সীমানা দেয়ালের উপর দিয়ে গুনগুন করতে করতে বাসায় যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে দেয়াল থেকে লাফ দিয়ে মাটিতে নামতে গেলে অসাবধানতায় পরনের কাপড় দেয়ালের লোহার টুকরায় আটকে যায়।

এরপর একটি বাঁশের খুঁটির ওপর ছিটকে পড়লে পায়ুপথে বাঁশের উপরিভাগের কিছু অংশ ঢুকে প্রচুর রক্তক্ষরণ হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দ্রুত কাজিরহাট বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগ :