বাংলাদেশ, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে হোটেল ওয়ার্ল্ড বিচের কক্ষে মিলল পর্যটকের মরদেহ


প্রকাশের সময় :২ আগস্ট, ২০২২ ৮:৪২ : অপরাহ্ণ

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার শহরের কলাতলীর ওয়ার্ল্ড বীচ নামে একটি হোটেলের রুম থেকে সৌরভ সিকদার নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে গলায় ফাঁস লাগিয়ে ওই পর্যটক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
সোমবার (১ আগস্ট) রাত ৮টার দিকে ওই হোটেলের ৭১৭ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সৌরভ রাধধানী ঢাকার পান্থপথ এলাকার বাসিন্দা।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌরভ সিকদার ও তার স্ত্রী আনিকা তাসনিম গত ১৬ জুলাই থেকে এ হোটেলে অবস্থান করছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনিরুল গিয়াস। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি।

ট্যাগ :