স্টাফ রিপোর্টারঃ
অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ৫১৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয় বলে তথ্যটি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক একরামুল ইসলাম।
চাকরিচ্যুত শিক্ষকরা হলেন-মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সালমা খাতুন।
তাদের মধ্যে হাবিবাকে বিধিবহির্ভূতভাবে অনুপস্থিত থাকার কারণে এবং সালমাকে সুপারভাইজারের স্বাক্ষর জালিয়াতির কারণে চাকরিচ্যুত করা হয়েছে।