স্টাফ রিপোর্টারঃ
যুব সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুর পৌনে ৩ টার দিকে বেলুন ও কবুতর উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন করেন তিনি। এ সময় পাশে ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এর আগে বেলা ২.৩৮ মিনিটে সোহরাওয়াদী উদ্যানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল।
মঞ্চে উপস্থিত হয়ে যুবলীগ নেতাদের সাথে নিয়ে জাতীয় পতাকা ও বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সংগঠনের সুবর্ণজয়ন্তী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।