গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলায় তুলাভর্তি একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার এসআই সুজিত কুমার মৃধা।
ট্রাকচালক কামরুল ইসলাম বলেন, “সকালে মানিকগঞ্জ থেকে ট্রাকে তুলা ভরে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় যাচ্ছিলাম। পথে অন্য গাড়ির চালকরা ট্রাকের পেছনে আগুন লেগেছে বলে জানান।
“ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে প্রথমে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।”
রাজেন্দ্রপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়।
তবে আগুন কোথা থেকে কী-ভাবে লেগেছে তা ট্রাকচালক বলতে পারেনি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এসআই সুজিত কুমার মৃধা বলেন, আগুন লাগার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।