স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবককে রেললাইন থেকে সরিয়ে দেওয়ার পরেও তিনি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আজ রবিবার রাত ৮টার দিকে কারওয়ান বাজারের মাছ বাজার সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ঢাকার রেলওয়ে থানা কমলাপুরের উপ-পরিদর্শক (এসআই) মো. সেকেন্দার আলী।
তিনি জানিয়েছেন, আশেপাশের লোকদের কাছ থেকে জানা গেছে, কমলাপুর রেলস্টেশনগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম-ঠিকানা এখনও জানার চেষ্টা করা হচ্ছে।
এসআই সেকেন্দার আরও জানান, ওই যুবক অনেকক্ষণ ধরে রেললাইনের ওপর হাঁটছিলেন। পরে এক নারী তাকে রেললাইনের ওপর থেকে সরিয়ে দেন।
এর কিছুক্ষণ পরে ট্রেনের নিচে তিনি ঝাঁপিয়ে পড়েন।