বাংলাদেশ, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কেন মেহজাবীনেই নির্মাতাদের এত আগ্রহ


প্রকাশের সময় :১৭ নভেম্বর, ২০১৯ ১২:৩৮ : অপরাহ্ণ

চলতি সময়ে একাধিক মডেল-অভিনেত্রী টিভি নাটক-টেলিফিল্মে অভিনয় করছেন। তবে এদের মধ্যে যে কজন নিয়মিত কাজ করছেন তাদের মধ্যে এগিয়ে আছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। বরাবরই প্রশ্ন জাগে, কেন মেহজাবীনের প্রতিই নির্মাতাদের এত আগ্রহ? বিশেষ দিবসগুলোতে সংখ্যার দিকেও এগিয়ে থাকেন এই অভিনেত্রী। শুধু কি রূপ-লাবণ্যের কারণে মেহজাবীনকে নির্মাতারা পছন্দ করছেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, মেহজাবীনকে নিয়ে নির্মাতাদের অভিমত- একজন শিল্পী শুধু গ্ল্যামার দিয়ে বেশি সময় টিকে থাকতে পারে না। নির্মাতা ও দর্শকের আস্থা অর্জনের জন্য প্রত্যেক শিল্পীর বিশেষ কিছু গুণ থাকতে হয়। সেই গুণগুলো মেহজাবীনের মধ্যে আছে। একজন নির্মাতা কি চান, সেটি মেহজাবীন সহজে বুঝতে পারেন। এছাড়া চরিত্রের মধ্যেও তিনি সাবলীলভাবে প্রবেশ করতে পারেন এবং দর্শকের কাছে তা গ্রহণযোগ্যতা পায়।

ট্যাগ :