কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে রোহিঙ্গাদের দুই পক্ষের মধ্যকার সংঘর্ষে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো দু’জন। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, রবিরাব রাতে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দু’পক্ষের মধ্যে গোলাগুলির খবর পান তারা। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে এক রোহিঙ্গার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি জানিয়ে ওসি প্রদীপ কুমার দাশ আরো জানান, এ সময় ক্যাম্প থেকে শামসুল আলম ও মোহাম্মদ ফয়সাল নামে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।