স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় ফুলকলির কারখানায় তৈরি করা মিষ্টিতে পড়েছিল মরা মাছি, দইয়ে তেলাপোকা। এছাড়া নোংরা মেঝেতে মুরগি কাটাকাটিসহ তৈরি হচ্ছিল নানান ধরনের খাবার।
মঙ্গলবার (১৯ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে এ চিত্র দেখতে পায়। চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ সিভয়েসকে বলেন, ফুলকলির কারখানায় অভিযানে গিয়ে তাদের তৈরি করা মিষ্টিতে মাছি ও দইয়ের মধ্যে তেলাপোকা পড়ে থাকতে দেখা যায়। এছাড়া নোংরা পরিবেশে মুরগি কাটাকাটি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তাদের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।