স্টাফ রিপোর্টার:
রোজার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য চিনির চাহিদা সামাল দিতে তিন জাহাজে করে ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে প্রায় পৌনে দুই লাখ টন অপরিশোধিত চিনি। এরমধ্যে একটি জাহাজের চিনি খালাস হয়ে গেছে। অপর দুটি থেকে চিনি খালাস চলছে।
বন্দর সূত্র জানায়, ব্রাজিলের সান্টোস বন্দর থেকে গত ১৭ ফেব্রুয়ারি কার্গো জাহাজ ফিডেরাল কুডস ৬০ হাজার ৫শ টন চিনি নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে এসেছে। সেখানেই জাহাজটি থেকে চিনি খালাসের কাজ চলছে।
এছাড়া ব্রাজিলের রিও দে জেনেরিও বন্দর থেকে গত ৭ ফেব্রুয়ারি কার্গো জাহাজ কনকার থিওডেরস ৫৮ হাজার ৯শ টন চিনি নিয়ে এসেছে চট্টগ্রাম বন্দরে। জাহাজটি এখনো বহির্নোঙ্গরে চিনি খালাসের কাজ করছে।
অন্যদিকে, ব্রাজিলের সান্টোস বন্দর থেকে গত ১২ ফেব্রুয়ারি কার্গো জাহাজ বাহরি ঘাদাহ ৫৮ হাজার ২৬০ টন চিনি নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে এসেছে। সেই চিনি খালাস করে গতকাল শুক্রবার চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।