নিউজ ডেস্কঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদের উদ্যোগে চান্দগাঁও আবাসিক এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ও শেখ রাসেল স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ওয়াহিদুল আলম ওয়াহিদ, যুবলীগ নেতা সৈয়দ গোলাম আইয়াজ, সেলিম, খোরশেদ আলম, যুবলীগ নেতা আলমগীর, বখতিয়ার, তৌহিদ, শেখ রাসেল স্মৃতি পরিষদের সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফ রিয়াদ, সহ-সাধারণ সম্পাদক জাহেদ, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসনাত, ধর্ম বিষয়কে সম্পাদক, সোহেল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আকিব, অর্থ সম্পাদক শকিল, কার্যনির্বাহী সদস্য আশিক, সাকিল, মুসা প্রমুখ। পরে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।