নিউজ ডেস্কঃ
চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় দেড় শতাধিক রোজাদারদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করেছেন তরুণদের নিয়ে পরিচালিত চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার স্বনামধন্য এমআরটি (MRT Club) ক্লাব।
১৯ এপ্রিল (সোমবার) বিকাল ৪টা থেকে চান্দগাঁও আবাসিক এলাকা ও আশেপাশের এলাকার দেড় শতাধিক রোজাদারদের মাঝে এমআরটি ক্লাবের সদস্যদের সহযোগিতায় এই রান্না করা ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এম. আর. টি. ক্লাবের সভাপতি রায়হান ইসমাইল, সহ-সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক এহতেশামুল হক(মাহবুব), অর্থ সম্পাদক রাইসুল ইসমাইল(আপন), ক্রীড়া সম্পাদক রিয়াদ ইসমাইল আশিক, আইন ও সালিশ সম্পাদক মোহাই মেনুল ইসলাম, দপ্তর সম্পাদক রিয়াজ সহ অত্র ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দরা।